বিশ্বমানের ফিজিওথেরাপি সার্ভিস এখন আপনার শহর যশোরে-

এস পি ফিজিওথেরাপি কেয়ারে
আপনাকে স্বাগতম

আমাদের রয়েছে বিশ্বমানের, বিশ্বস্ত ও গ্রাজুয়েটেড থেরাপিস্ট টিম

কেন আমরাই সেরা..?

দক্ষিণবঙ্গের ফিজিওথেরাপি সেন্টার গুলোর মধ্যে আমাদের বিশেষ সুনাম রয়েছে । ফিজিওথেরাপি মূলত একটি আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান যা সু প্রাচীন অতীতকাল থেকে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছে । যশোর শহরের প্রাণকেন্দ্রে এসপি ফিজিওথেরাপি কেয়ার ফিজিওথেরাপি জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম ।
এছাড়াও আমাদের এখানে পাচ্ছেন গ্রাজুয়েটেড ফিজিওথেরাপিস্ট দ্বারা কনসালটেন্সি নেওয়ার সুযোগ ।

বিশেষজ্ঞ থেরাপিস্ট

আমাদের রয়েছে একাধিক গ্রাজুয়েটেড ফিজিওথেরাপি বিশেষজ্ঞ । যারা তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা দিয়ে প্রতিটি রোগীর সর্বোচ্চ ও কার্যকর সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর ।

আধুনিক ও উন্নত যন্ত্রপাতি

অতি আধুনিক ও উন্নত যন্ত্রপাতির দ্বারা আমাদের সেবা সেন্টারটি পরিপূর্ণ । ডাক্তারদের পেশাগত দক্ষতার পাশাপাশি ত্রুটিমুক্ত ও আধুনিক যন্ত্রপাতি আমাদের সেবার মানকে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায় ।

থাকার সুব্যবস্থা

ফিজিওথেরাপি মূলত একটি সিরিজ প্রক্রিয়া । অনেক ক্ষেত্রে পরপর একাধিকবার সেবা গ্রহণের প্রয়োজন পড়ে । আমাদের রয়েছে আবাসিক সু-ব্যবস্থা যেখানে থেকে যশোর অথবা দক্ষিণবঙ্গের বাইরে থেকে এসে পরিপূর্ণ সেবা গ্রহণ করে শতভাগ সুস্থতা নিয়ে ফিরতে পারেন আপনার আপন নীড়ে

সুস্থতাই যেখানে শেষ কথা, আমরাই সেখানে সেরা-

ফিজিওথেরাপি হলো এমন একটি পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন স্বতন্ত্র ও বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি যা আঘাত, অসুস্থতা বা অক্ষমতার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া শরীরকে পুনরুদ্ধারে সাহায্য করে। এটি শুধু ব্যথা কমিয়ে দেয় না, বরং শরীরের নড়াচড়া এবং কার্যক্ষমতা পুনরুদ্ধারেও সহায়তা করে। ফিজিওথেরাপির মাধ্যমে আপনি আপনার আঘাত বা রোগের ঝুঁকি কমাতে পারবেন। এটি একটি স্বাস্থ্যসেবা পেশা যা রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন করে, সমস্যার নির্ণয় করে এবং তারপর চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলে। ফিজিওথেরাপি শুধু চিকিৎসাই নয়, এটি অন্যান্য রোগ প্রতিরোধেও সাহায্য করে।

মানসিক প্রশান্তি

ফিজিওথেরাপি গ্রহণের ফলে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন হয় । যার ফলে নিজেকে অনেক হালকা ও স্বনির্ভর বলে অনুভূত হয় । কাজেই ফিজিওথেরাপি মানসিক প্রশান্তিতে বিশেষ ভূমিকা পালন করে ।

ব্যথা কমাতে

ব্যথা কমানোর সবচেয়ে কার্যকারী চিকিৎসা হল ফিজিওথেরাপি। এইজন্য ফিজিওথেরাপিস্টকে ব্যথা কমানোর ডাক্তার বলা হয়। এ চিকিৎসায় ব্যথা কমানোর জন্য টেনস, শক ওয়েভ থেরাপি, মাইক্রো ওয়েভ থেরাপি, আইআরআর ইত্যাদি ইলেকট্রোথেরাপি ডিভাইস ব্যবহার করা হয়। এছাড়াও ব্যথা কমানোর জন্য থেরাপিউটিক এক্সারসাইজ দেওয়া হয়।

প্রতিবন্ধী চিকিৎসায়

প্রতিবন্ধী বাচ্চাদের জন্য যেমন সেরিব্রাল পালসি, পারকিনসন ডিজিজ, ডাউন সিনড্রোমে অন্যান্য চিকিৎসার বিকল্প হিসেবে ফিজিওথেরাপি খুবই কার্যকরী। কারণ ফিজিওথেরাপি চিকিৎসক খুব কাছে থেকে তত্ত্বাবধানে করে প্রতিবন্ধী বাচ্চাকে দৈনন্দিন কাজ করার ট্রেইনিং দিয়ে থাকেন।

ডক্টরস

ডিপার্টমেন্ট

রোগী

পুরস্কার সমূহ

সেবা সমূহ

ফিজিওথেরাপি এমন চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে ইনজুরি প্রতিরোধ, স্বাস্থ্যের উন্নতি এবং শারিরীক শক্তি বৃদ্ধি করা হয়। ফিজিওথেরাপি চিকিৎসাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যথা :

স্পোর্টস ফিজিওথেরাপি

যারা স্পোর্টসের সাথে জড়িত তাদের নানা ধরনের সমস্যা দেখা যায়, যেমন মাংসপেশির স্প্রেইন, টেনডন ইনজুরি ইত্যাদি। আর এ সকল সমস্যা দূর করার জন্য থেরাপিউটিক এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি, ট্যাপিং, ম্যাসাজ থেরাপি দেওয়া হয়।

অর্থোপেডিক ফিজিওথেরাপি

পিঠ, ঘাড় ও হাঁটুতে ব্যথার কারণে দীর্ঘমেয়াদী ক্রোনিক পেইন সৃষ্টি করে। যার ফলে দূর্বলতা এবং গতিহীনতা তৈরি হয়। আর এ সকল সমস্যা সমাধানের জন্য অর্থোপেডিক ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ।

জেরিয়েট্রিক ফিজিওথেরাপি

বয়স্ক মানুষের মাংসপেশির শক্তি, রিফ্লেক্স কমে যাওয়া, ভারসাম্য ও সমন্বয়ে সমস্যা দেখা যায়। যার ফলে আথ্রাইটিস, গতিশীলতা হ্রাস পাওয়া, আলজেইমার ডিজিজ দেখা যায়। আর এ সকল সমস্যা সমাধানের জন্য ফিজিওথেরাপি খুবই কার্যকরী চিকিৎসা।

পেডিয়েট্রিক ফিজিওথেরাপি

পেডিয়েট্রিক ফিজিওথেরাপি ফিজিওথেরাপির একটি গুরত্বপূর্ণ শাখা। যা শিশুদের রোগ নির্ণয়, প্রতিরোধ এবং ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারের চিকিৎসা করে। ফিজিওথেরাপিস্ট এক্সারসাইজ ও এডভান্স টেকনিক ব্যবহার করে সেরেব্রাল পালসি, ডাউন সিনড্রোম ও বংশগতির বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। যার ফলে মাংসপেশি শক্তিশালী ও মটর ফাংশন উন্নত হয়।

কার্ডিয়োভাস্কুলার ফিজিওথেরাপি

কার্ডিওভাস্কুলার ফিজিওথেরাপিস্ট টেস্ট এবং যথাযথ এক্সারসাইজ প্রেসক্রাইভের মাধ্যমে হার্ট ও ফুসফুস ঠিক রাখতে সহায়তা করেন। এছাড়াও অ্যাজমা এবং বুকের সিক্রেশন কমাতে কার্ডিওভাস্কুলার ফিজিওথেরাপির ভূমিকা অপরিহার্য।

নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি

স্নায়ুবিক ইনজুরি দূরবর্তী নার্ভ, ব্রেইন, স্পাইনাল কর্ডকে প্রভাবিত করে। যার প্রেক্ষিতে ভারসাম্যে সমস্যা, জয়েন্টের রেন্জ অব মোশন কমে যাওয়া এবং মাংসপেশির শক্তি হ্রাস পায়। বিশেষ করে এ সমস্যাগুলো স্ট্রোক, পার্কিনসনস ডিজিজ, সেরেব্রাল পালসি অথবা মাল্টিপল স্ক্লেরোসিস দেখা যায়। আর সমস্যাগুলো সমাধানের জন্য নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবহৃত হয়। যার মাধ্যমে পেইন, চাপ কমানো, গতিশীলতা ফিরিয়ে আনা হয়।

ভেস্টিবুলার ফিজিওথেরাপি

ভেস্টিবুলার ফিজিওথেরাপি শরীরের ভারসাম্য এবং সমন্বয় বজায় রাখতে সাহায্য করে। আমরা দৈনন্দিন জীবনে নানা ধরনের কাজ করার সময় ভারসাম্য বজায় রাখি। কিন্তু কোনো কারণে ভারসাম্যের সমস্যা হলে আমাদের দৈনন্দিন কাজে অনেক অসুবিধা হয়। ভেস্টিবুলার ফিজিওথেরাপি বিভিন্ন ধরনের ব্যায়াম এবং চিকিৎসার মাধ্যমে এই সমস্যা দূর করতে সাহায্য করে। এটি শুধুমাত্র ভারসাম্যই বাড়ায় না বরং চলাফেরা স্বাভাবিক করে এবং জীবনযাত্রার মান উন্নত করে।

হ্যান্ড ফিজিওথেরাপি

হাতের বিভিন্ন সমস্যা যেমন আঘাত, অস্ত্রোপচারের পরের জটিলতা, আর্থ্রাইটিস বা কারপেল টানেল সিন্ড্রোমের মতো সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য হ্যান্ড ফিজিওথেরাপি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসায় বিভিন্ন ধরনের ব্যায়াম, ম্যানুয়াল থেরাপি, জয়েন্ট মোবাইলাইজেশন, তাপ ও শীত চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী স্প্লিন্ট বা ব্রেস ব্যবহার করে হাতের পেশী শক্তিশালী করা, নড়াচড়া বাড়ানো এবং ব্যথা কমানোর চেষ্টা করা হয়। ফলে, হাতের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং দৈনন্দিন কাজ সহজে করা যায়।

ফিজিওথেরাপিস্ট এর কাজ

ফিজিওথেরাপিস্ট প্রথমে রোগীর একটি অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন করেন। সেই মূল্যায়নের প্রেক্ষিতে চিকিৎসা পরিকল্পনা করেন। আর তারপর চিকিৎসা সেবা বাস্তবায়ন করেন।ফিজিওথেরাপি দেওয়া নির্ভর করে সাধারণত রোগ এবং তার মাত্রার উপর। তবে সাধারণত ফিজিওথেরাপি অ্যাসেসমেন্ট,পরিকল্পনা এবং চিকিৎসা এই তিনটি সিস্টেম অনুসরণ করে দেওয়া হয়।

এপয়েন্টমেন্ট

উন্নত মানের ফিজিওথেরাপি সেবা পেতে এখনই এপয়েন্টমেন্ট নিন অথবা +8801989127772 এই নম্বরে কল করে বিস্তারিত জেনে নিন।

ডিপার্টমেন্ট

ফিজিওথেরাপি এমন চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে ইনজুরি প্রতিরোধ, স্বাস্থ্যের উন্নতি এবং শারিরীক শক্তি বৃদ্ধি করা হয়। ফিজিওথেরাপি চিকিৎসাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়।

স্পোর্টস ফিজিওথেরাপি

যারা স্পোর্টসের সাথে জড়িত তাদের নানা ধরনের সমস্যা দেখা যায়, যেমন মাংসপেশির স্প্রেইন, টেনডন ইনজুরি ইত্যাদি। আর এ সকল সমস্যা দূর করার জন্য থেরাপিউটিক এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি, ট্যাপিং, ম্যাসাজ থেরাপি দেওয়া হয়।

নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি

স্নায়ুবিক ইনজুরি দূরবর্তী নার্ভ, ব্রেইন, স্পাইনাল কর্ডকে প্রভাবিত করে। যার প্রেক্ষিতে ভারসাম্যে সমস্যা, জয়েন্টের রেন্জ অব মোশন কমে যাওয়া এবং মাংসপেশির শক্তি হ্রাস পায়। বিশেষ করে এ সমস্যাগুলো স্ট্রোক, পার্কিনসনস ডিজিজ, সেরেব্রাল পালসি অথবা মাল্টিপল স্ক্লেরোসিস দেখা যায়। আর সমস্যাগুলো সমাধানের জন্য নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবহৃত হয়। যার মাধ্যমে পেইন, চাপ কমানো, গতিশীলতা ফিরিয়ে আনা হয়।

জেরিয়েট্রিক ফিজিওথেরাপি

বয়স্ক মানুষের মাংসপেশির শক্তি, রিফ্লেক্স কমে যাওয়া, ভারসাম্য ও সমন্বয়ে সমস্যা দেখা যায়। যার ফলে আথ্রাইটিস, গতিশীলতা হ্রাস পাওয়া, আলজেইমার ডিজিজ দেখা যায়। আর এ সকল সমস্যা সমাধানের জন্য ফিজিওথেরাপি খুবই কার্যকরী চিকিৎসা।

পেডিয়েট্রিক ফিজিওথেরাপি

পেডিয়েট্রিক ফিজিওথেরাপি ফিজিওথেরাপির একটি গুরত্বপূর্ণ শাখা। যা শিশুদের রোগ নির্ণয়, প্রতিরোধ এবং ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারের চিকিৎসা করে। ফিজিওথেরাপিস্ট এক্সারসাইজ ও এডভান্স টেকনিক ব্যবহার করে সেরেব্রাল পালসি, ডাউন সিনড্রোম ও বংশগতির বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। যার ফলে মাংসপেশি শক্তিশালী ও মটর ফাংশন উন্নত হয়।

হ্যান্ড ফিজিওথেরাপি

হাতের বিভিন্ন সমস্যা যেমন আঘাত, অস্ত্রোপচারের পরের জটিলতা, আর্থ্রাইটিস বা কারপেল টানেল সিন্ড্রোমের মতো সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য হ্যান্ড ফিজিওথেরাপি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসায় বিভিন্ন ধরনের ব্যায়াম, ম্যানুয়াল থেরাপি, জয়েন্ট মোবাইলাইজেশন, তাপ ও শীত চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী স্প্লিন্ট বা ব্রেস ব্যবহার করে হাতের পেশী শক্তিশালী করা, নড়াচড়া বাড়ানো এবং ব্যথা কমানোর চেষ্টা করা হয়। ফলে, হাতের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং দৈনন্দিন কাজ সহজে করা যায়।

ডক্টরস

আমাদের রয়েছে এক ঝাঁক গ্রাজুয়েটেড ফিজিওথেরাপি বিশেষজ্ঞ । যারা তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা দিয়ে প্রতিটি রোগীর সর্বোচ্চ ও কার্যকর সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর ।

ডাঃ মোঃ ফিরোজ কবির

কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ও বিভাগীয় প্রধান, বিআরবি হাসপাতাল লিমিটেড

সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ
(যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

ডাঃ মোঃ জাহিদ হোসেন

ফিজিওথেরাপিস্ট (সাবেক)
সিআরপি, সাভার, ঢাকা

প্রভাষক
ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ
(যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

ডাঃ মোঃ কবির হোসেন

এমডিএমআর (ইউবি)
বিটিপি, এমটিপি (ঢাবি)

যুক্তরাজ্যের লাইসেন্সধারী ফিজিওথেরাপি চিকিৎসক
সিনিয়র কনসালটেন্ট ফিজিওথেরাপিস্- বিআরবি হাসপাতাল লিমিটেড

মোঃ ওসমান আলী

ব্যবসায়ী

আসলেই আপনাদের সার্ভিসটি দারুন, অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শে আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছি..।

ফেরদৌসী আক্তার

গৃহিণী

দীর্ঘদিন যাবৎ পায়ের ব্যথায় ঠিকমতো হাঁটতে পারতাম। আপনাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে মোটামুটি ভালো আছে।

জিনিয়া খাতুন

গৃহিণী

আপনাদেরকে ফোন করেছিলাম কিন্তু ফোনে যোগাযোগ করতে পারিনি । আশা করব এই বিষয়টি একটি গুরুত্ব দিয়ে দেখবেন।

আনোয়ার হোসেন

ব্যবসায়ী

প্রথমদিকে খুব একটা ফলাফল বুঝতে পারছিলাম না ।যতদিন যাচ্ছে নিজেকে আরো হালকা ও প্রাণবন্ত মনে হচ্ছে । চলাফেরা সহ সমস্ত মুভমেন্ট খুব সহজ ও দ্রুতভাবে করতে পারছি। এখন বুঝতে পারছি ফিজিওথেরাপি নিয়ে খুবই উপকার হয়েছে ।

ইমরান হোসেন

ইঞ্জিনিয়ার

আমার হাঁটুর ব্যথার কারণে আগে আমি সঠিকভাবে চলতে পারতাম না, আপনাদের থেকে চিকিৎসা গ্রহণের পর এখন অনেকটা সুস্থ আছি

যোগাযোগের ঠিকানা

ঠিকানা:

ঘোপ - নোয়াপাড়া রোড,
জোড়াবাড়ি, যশোর-7400,
খুলনা ,বাংলাদেশ

ফোন নাম্বার:

+8801677315454 (ম্যানেজমেন্ট)

+8801989127772 (অ্যাপয়েন্টমেন্ট)